সর্বশেষ

১৬ অক্টো, ২০২৩

৫ হাজার টাকার জন্য প্রাণ দিতে হলো শিক্ষার্থীকে

৫ হাজার টাকার জন্য প্রাণ দিতে হলো শিক্ষার্থীকে

 

কুড়িগ্রাম শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের একটি পুকুর থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের ছেলে। তিনি সদ্য একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বলে জানিয়েছে তার পরিবার।


সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের আরডিআরএস’র পুকুর থেকে মামুনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন চলতি মাসের ৯ অক্টোবর বাড়ি থেকে বের হন। পরে তিনি বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে জানান তাকে কয়েকজন আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছে। কিন্তু রতন সেসময় মিটিংয়ে ছিলেন বলে টাকা পাঠাতে পারেননি। পরে তিনি টাকা পাঠানোর জন্য যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করতে পারেননি। ওইদিন রাতে মামুনের বাবা বাদী হয়ে রাজারহাট থানায় সাধারণ ডায়রি করেন।


জিডির সূত্র ধরে পুলিশ রোববার (১৫ অক্টোবর) রাতে ৩ জনকে আটক করে৷ আটকরা কুড়িগ্রামে.


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে গত ৯ তারিখ রাজারহাট থানায় নিখোঁজ জিডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে গতরাতে ৩ জন আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়। আজ আমরা নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করলাম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৫ অক্টো, ২০২৩


 আলহামদুলিল্লাহ

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন  এর পক্ষ থেকে 

১৩ অক্টোবর ২০২৩ ইং 

ক্বীরাত প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা আয়োজন করা হয়,


এসময় উপস্থিত ছিলেন,


হাফেজ ক্বারী মোস্তফা সাহেব।

প্রশিক্ষক আলোকিত মক্তব ঢাকা বাংলাদেশ।


 মাওলানা মোহাম্মদ শরীফ সাহেব।

পরিচালক মিফতাহুল উলুম ছোট কমলাবাড়ী লালমনিরহাট।


মোহাম্মদ আলতাফ হোসেন।

আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা শাখা,


মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা

সদস্য ৩ নং ওয়ার্ড সন্তোষপুর ইউনিয়ন, 


ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।




ক্বীরাত প্রতিযোগীতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান,


ক্বীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা সহ, 


সকল  প্রতিযোগী ও উপস্থিত সকলকে ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।

১২ অক্টো, ২০২৩

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজিকে খুন, ১১ বছর পর গ্রেফতার চাচা-চাচি

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজিকে খুন, ১১ বছর পর গ্রেফতার চাচা-চাচি



 জানা গেছে, ২০১৩ সালে উলিপুর থানাধীন দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া গ্রামে আশরাফ ডাক্তারের পুকুরে মিন্টু বসুনিয়া ও মো. চাঁদ মিয়া ওরফে ভগলু (আসামি মিন্টুর আপন বড় ভাই) অন্যান্য সঙ্গীসহ মাটি কাটতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বজরুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই সময় মিন্টু বসুনিয়া ও চাঁদ মিয়া বজরুলকে ভাড়ের বাংখুয়া দিয়ে মারপিট করেন। মারপিটের ফলে বজরুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর গুজব সৃষ্টি হয় যে বজরুল মারা গেছেন।


এ ঘটনার দায় থেকে নিজেকে আড়াল করার জন্য এবং প্রতিপক্ষকে পাল্টা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে গ্রেফতার আসামি মিন্টু বসুনিয়া ও তার স্ত্রী মোর্শেদা বেগম পরস্পর যোগসাজোসে অত্যন্ত সুকৌশলে আপন ভাতিজি অর্থাৎ চাঁদ মিয়ার ৭ বছরের শিশু কন্যা চম্পাকে শ্বাসরোধ করে হত্যার পর বাঁশঝাড়ে মরদেহ ফেলে রাখেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামি মিন্টু মিয়াই উক্ত বাঁশঝাড় থেকে চম্পার মরদেহ শনাক্ত করেন।


এ ঘটনায় মামলা হয় প্রতিপক্ষ বজরুলের পরিবারের বিরুদ্ধে। ধৃত আসামিসহ বাদীর লোকজন প্রতিপক্ষ বজরুলের ভাতিজা হাফিজুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।


মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত) মো. জাকির উল ইসলাম চৌধুরী মামলাটি তদন্তকালে ঘটনা ভিন্নরূপে মোড় নেয়। তদন্তের এক পর্যায়ে বাদীর আপন ভাই গ্রেফতার আসামি মিন্টু বসুনিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি মিন্টু বসুনিয়ার বিপক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পান তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে আসামি মিন্টু বসুনিয়াকে আদালতে সোপর্দ করেন।


পরে তদন্তকারী কর্মকর্তা বজরুলের পরিবারকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মিন্টু বসুনিয়া ও তার স্ত্রী মোর্শেদা বেগমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। পরে আসামি মিন্টু বসুনিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তার স্ত্রী মোর্শেদা বেগমসহ দীর্ঘ প্রায় ১১ বছর আত্মগোপনে ছিলেন।



পরবর্তীতে উলিপুর থানার ওসিসহ একটি চৌকস টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে গ্রেফতারি পরোয়ানামূলে দীর্ঘদিনের চেষ্টায় গাজীপুর র্যাব-৩ এর সহযোগিতায় আসামিদেরকে গাজীপুর জেলার বড়বাড়ি জয়বাংলা তিন রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন বলেন, এটি একটি চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। আসামি প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। ২০১৩ সালের শিশু হত্যা মামলার মূলহোতা দম্পতিকে ১১ বছর পলাতক থাকার পর গ্রেফতার করলো উলিপুর থানা পুলিশ যা সম্ভব হয়েছে সুষ্ঠু পুলিশি তদন্তের মাধ্যমে।

১১ অক্টো, ২০২৩

ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক।

ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক।

 

ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক


ভূরুঙ্গামারীতে জিনের বাদশা সেজে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতে আসলে একটি নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারক কে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ। আটককৃত ব‍্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।


মঙ্গলবার (১০ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজারের পাশের একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামন হতে ওই ব‍্যক্তিকে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ । পরে তার কাছ থেকে সোনার আবরণে একটি নকল মূর্তি উদ্ধার করে তাকে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে জমা দেয়।


ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আটককৃত ব‍্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী খয়েরী বেগম কে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দিত এবং তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন করতো ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।


প্রতারক চক্রের ওই সদস‍্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে আজকে সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি দিয়ে এক লক্ষ নিতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের পাশের নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে আসে। ঐ ব্যক্তি সন্ধ্যায় বাজারে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে গ্রাম পুলিশ আবদুল হাকিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারক হিসেবে স্বীকার করে। পরে স্থানীয় ব্যক্তি লিটন মিয়ার সহযোগিতায় আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে রাতেই থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে রাতেই চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসা হয় এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১৩ জনকে  গ্রেফতার ।

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার ।


 কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 


১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও  শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।


২। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম থানা পুলিশ কর্তৃক গত ১০ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় উলিপুর থানাধীন রামদাস ধনীরাম গ্রামের মোঃ মঞ্জু (৩৮), দুর্গাপুর মন্ডলপাড়ার মোঃ মকবুল হোসেন (৪২), কুড়িগ্রাম থানাধীন শান্তিনগর গ্রামের মোঃ রাসেল মিয়া (৩২), পলাশবাড়ি কবিরাজ পাড়ার  মোঃ রানু আহমেদ (৩৫), পলাশবাড়ী পাঠানপাড়ার মোঃ শামসুল হক (৪০), কালে প্রফেসর পাড়ার মোঃ মঞ্জু মিয়া (৩২), পলাশবাড়ী মন্ডলপাড়ার মোঃ আরিফুল ইসলাম (৩৪), কাঁঠালবাড়ি গ্রামের মোঃ আলম মিয়া (৪৫), হিঙ্গন রায় সয়ানিপাড়ার মোঃ আকবর আলী (৪৬), ডাকবাংলা পাড়ার মোঃ মজনু মিয়া (৩৯), পলাশবাড়ী মন্ডলপাড়ার মঞ্জু মিয়া (২৯), পাটেশ্বরী কাজীপাড়ার মোঃ আব্দুল জলিল (৩৫) ও স্টেশন পাড়ার মোঃ আব্দুল রশিদ (৩০) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ  উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


৫। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

১০ অক্টো, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু রেল উদ্বোধন করলেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু রেল উদ্বোধন করলেন আজ

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করে মাওয়া রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেন।
ছবি: ফোকাস বাংলা।
কুড়িগ্রামে একদিনের পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী

কুড়িগ্রামে একদিনের পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী

 


কুড়িগ্রামে একদিনের পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদ্যাপনের অংশ হিসাবে কুড়িগ্রামে প্রতীকি পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী। কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা। যা তারা স্বপ্ন দেখতে এবং নেতৃত্ব দানে পারদশর্ী এবং স্বাধীন। গার্লস টেকওভার এর অংশ হিসেবে সরশী একদিনের জন্য প্রতীকি হিসেবে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রতীকি পুলিশ সুপারের নিকট দায়িত্ব অর্পণ করেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ফুল দিয়ে সরশীকে স্বাগত জানায় এবং প্রতীকি পরিচালক হিসাবে সরশীকে তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় তার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সরশীকে অবহিত করেন।
পুলিশ সুপার আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপামি নারী ও শিশু নির্যাতন বন্ধের মাধ্যমে কন্যা শিশু ও নারী নেতৃত্ব বিকাশে কাজ করে।বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করেন। দাপ্তরিক কাজ শেষে সরশী এবং পুলিশ সুপার তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সরশী বলেন, প্রতীকিভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করায় আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি কুড়িগ্রাম জেলার পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম সম্র্পকে জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে; বাল্যবিবাহ বন্ধে, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কিভাবে কাজ করছে তা জানতে পেরেছি। আজকে আমি প্রতীকি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি চাই প্রতীকি শব্দ বাদ দিয়ে প্রকৃত পুলিশ সুপার হতে। কুড়িগ্রামের কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব এবং কুড়িগ্রাম থেকে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনার স্বপ্ন দেখেন।
আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপন উপলক্ষ্যে ২০১৬সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার এর আয়োজন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন আশেপাশের সমাজ এবং সমাজের এমন বিশ্বাস থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার কর্মসূচীর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। এই কর্মসূচীর মাধ্যমে একজন কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজের নেতৃত্ব স্থানীয় যে জায়গা গুলোতে নারী বা মেয়েদেরকে খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সে জায়গা গুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্মবিশ্বাস তৈরির সুযোগ করে দেয়াই গার্লস টেকওভার এর মূল উদ্দেশ্য। যে সকল সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ নারী ও কন্যা শিশুদের সমতা ও অধিকারে বিশ্বাস করে এবং এ বিষয়ে কাজ করে, তাদের জন্য গার্লস টেকওভার কর্মসূচী প্রতিশ্রুতি ও সম্প্রীতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসাবে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
বালিকা এবং যুব নারীদের ক্ষমতায়নের জন্য এই গার্লস টেকওভার কর্মসূচীর আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প। দাতা সংস্থা এনআরকে টেলিথন-এর আর্থিক সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এবং এমজেএসকেএস এর মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা, ৭৩টি ইউনিয়ন পরিষদ ও ৩টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)রুহুল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।