শেষ থেকেই শুরু...নতুন পথ চলা...নতুন পরিবেশে...
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায়,ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করলাম।
শিক্ষা জীবন শেষে।দীর্ঘ সময় পর, কর্মজীবনের প্রথম স্বাক্ষর করলাম আজ,পয়লা অক্টোবর২০২৩।
সম্মানিত অধ্যক্ষ,উপাধ্যক্ষ মহোদয়(কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের দিকনির্দেশনা ও উপস্থিত অতিথি বৃন্দের ও শিক্ষকগণের মহামূল্যবান পরামর্শ মেনে আগামী কর্মজীবনে নিজের সক্ষমতা ও দক্ষতা মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের ও নিজ জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।
সকলের নিকট দোয়া প্রার্থী।
আমাদের যোগদান সুন্দরভাবে সম্পন্ন করায়,মাননীয় ডিসি মহোদয়(কুড়িগ্রাম)সভাপতি-
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ(কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)মহোদয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনাদের সকলের দোআ দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
0 coment rios:
হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784