১ অক্টো, ২০২৩

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা আবেদন নাকচ করার পক্ষে যে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী

 


‘প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক’
আনিসুল হক
মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪০১ ধারা অনুযায়ী যদি কোনো সরকার নির্বাহী আদেশ দেন, তবে সেটা আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে তাকে আবার জেলে যেতে হবে। তারপর আদালতে আবেদন করতে হবে।
 
কই দিন দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে খালেদা জিয়ার আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন ও শর্তযুক্তভাবে প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে মুক্তি দিয়েছেন। এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন। এখন এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে। এটা স্পষ্ট বলে দিয়েছেন। সেটাই আইনের অবস্থানই।'

এর আগে নিউ ইয়র্ক সফরকালীন ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, ‘বিদেশে চিকিৎসা নিতে হলে আগে তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে।


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784