ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক
ভূরুঙ্গামারীতে জিনের বাদশা সেজে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতে আসলে একটি নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারক কে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।
মঙ্গলবার (১০ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজারের পাশের একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামন হতে ওই ব্যক্তিকে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ । পরে তার কাছ থেকে সোনার আবরণে একটি নকল মূর্তি উদ্ধার করে তাকে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে জমা দেয়।
ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী খয়েরী বেগম কে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দিত এবং তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন করতো ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।
প্রতারক চক্রের ওই সদস্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে আজকে সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি দিয়ে এক লক্ষ নিতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের পাশের নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে আসে। ঐ ব্যক্তি সন্ধ্যায় বাজারে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে গ্রাম পুলিশ আবদুল হাকিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারক হিসেবে স্বীকার করে। পরে স্থানীয় ব্যক্তি লিটন মিয়ার সহযোগিতায় আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে রাতেই থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে রাতেই চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসা হয় এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
0 coment rios:
হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784