১১ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার ।


 কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 


১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও  শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।


২। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম থানা পুলিশ কর্তৃক গত ১০ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় উলিপুর থানাধীন রামদাস ধনীরাম গ্রামের মোঃ মঞ্জু (৩৮), দুর্গাপুর মন্ডলপাড়ার মোঃ মকবুল হোসেন (৪২), কুড়িগ্রাম থানাধীন শান্তিনগর গ্রামের মোঃ রাসেল মিয়া (৩২), পলাশবাড়ি কবিরাজ পাড়ার  মোঃ রানু আহমেদ (৩৫), পলাশবাড়ী পাঠানপাড়ার মোঃ শামসুল হক (৪০), কালে প্রফেসর পাড়ার মোঃ মঞ্জু মিয়া (৩২), পলাশবাড়ী মন্ডলপাড়ার মোঃ আরিফুল ইসলাম (৩৪), কাঁঠালবাড়ি গ্রামের মোঃ আলম মিয়া (৪৫), হিঙ্গন রায় সয়ানিপাড়ার মোঃ আকবর আলী (৪৬), ডাকবাংলা পাড়ার মোঃ মজনু মিয়া (৩৯), পলাশবাড়ী মন্ডলপাড়ার মঞ্জু মিয়া (২৯), পাটেশ্বরী কাজীপাড়ার মোঃ আব্দুল জলিল (৩৫) ও স্টেশন পাড়ার মোঃ আব্দুল রশিদ (৩০) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ  উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


৫। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784