কুড়িগ্রাম শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের একটি পুকুর থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের ছেলে। তিনি সদ্য একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের আরডিআরএস’র পুকুর থেকে মামুনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন চলতি মাসের ৯ অক্টোবর বাড়ি থেকে বের হন। পরে তিনি বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে জানান তাকে কয়েকজন আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছে। কিন্তু রতন সেসময় মিটিংয়ে ছিলেন বলে টাকা পাঠাতে পারেননি। পরে তিনি টাকা পাঠানোর জন্য যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করতে পারেননি। ওইদিন রাতে মামুনের বাবা বাদী হয়ে রাজারহাট থানায় সাধারণ ডায়রি করেন।
জিডির সূত্র ধরে পুলিশ রোববার (১৫ অক্টোবর) রাতে ৩ জনকে আটক করে৷ আটকরা কুড়িগ্রামে.
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে গত ৯ তারিখ রাজারহাট থানায় নিখোঁজ জিডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে গতরাতে ৩ জন আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়। আজ আমরা নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করলাম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।