৬ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

 



কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) কলেজমোড়স্থ দুপুরে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিচালক,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ আব্দুস সামাদ, বিভিএম,পিভিএমএস।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,উপ-পরিচালক জেলা এনএসআই মোহাম্মদ আকরাম হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু জেলা আনসার কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।
সমাবেশে প্রশংসনীয় কাজের জন্য আনসার সদস্যদের ২২টি বাইসাইকেল,৩টি সেলাই মেশিন,১৫টি ছাতা এবং ৩৫০টি মগ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784