১ অক্টো, ২০২৩

দুনিয়ায় সবাই সাকিবকে ভুলে গেলেও আমরা ভুলতে পারবো না

 

দুনিয়ায় সবাই সাকিবকে ভুলে গেলেও আমরা ভুলতে পারবো না


সাকিবের পোস্টে হাহা, সাকিব তামিমকে বাদ দিয়েছে, সাকিব শোরুম আল হাসান, সাকিব মীর জাফর, সাকিব জঘন্য ব্যাক্তি, আরো কতশত সমালোচনা, গালি, ট্রল ইত্যাদি ইত্যাদি
তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা সারা দিন-রাত কর্ম বাদ দিয়ে, খেয়ে না খেয়ে, দেশ বিদেশ থেকে সাকিব কে নিয়ে সমালোচনা, গালি, ট্রল, যাই করেন না কেন, সাকিব এসব চু'লের সমালোচনা দেখেনও না, এসবে কানও দেন না, তার পোস্টে হাহা দিলে সাকিবের চু'লের আগাও ছিড়বে না, বা তামিমের পোস্ট এ ১০০ মিলিয়ন লাভ রিয়্যাক্ট দিলেও কিছু আসে যায় না, ফলাফল আপনারা শুধু শুধু কষ্ট করে সাকিবের সমালোচনা করে সময় নষ্ট করছেন
আর হ্যা মনে রাখবেন, তামিম আপনার ব্যাক্তিগত পছন্দের খেলোয়াড় হতে পারে, বাট সাকিব আপনার বংশগত শত্রুও না।
যে সাকিব কে আপনারা সার্থপর বলছেন, সেই সাকিবই দেশের সার্থে আম্পায়ার, বিপক্ষ দলের প্লেয়ারের বিপক্ষে বিতর্কে জড়িয়েছেন
আপনার কাছে তামিম ভাই আপনার ক্রিকেটের আবেগ
তেমনি আমাদেরও ক্রিকেটের আবেগের নাম সাকিব আল হাসান
দুনিয়ায় সবাই সাকিবকে ভুলে গেলেও আমরা ভুলতে পারবো না

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784