১ অক্টো, ২০২৩

অক্টোবরে আওয়ামী লীগের নতুন ৫ কর্মসূচি

 


রকারের পদত্যাগের এক দফার আন্দোলনে অক্টোবরেই একটা চূড়ান্ত দফারফায় পৌঁছাতে চায় বিএনপি। সেই লক্ষ্য থেকে দলটি ঢাকা অভিমুখে লংমার্চ, ঘেরাও ও অবরোধের মতো কর্মসূচি চিন্তায় রেখেছে। আর সরকার ও আওয়ামী লীগ যেকোনো মূল্যে যথাসময়ে নির্বাচন করার অবস্থানে থেকে প্রশাসনিক ও রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে।

কোনো পক্ষ থেকেই ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত নেই; বরং অক্টোবর মাসেই রাজধানীর রাজপথ নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তা থেকে কর্মসূচি সাজাচ্ছে বিরোধী দল বিএনপি। অন্যদিকে আন্তর্জাতিক চাপ থাকলেও আওয়ামী লীগ ঢাকার মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে পাল্টা কৌশল ঠিক করার কথা বলছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে অক্টোবরে রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমন শঙ্কা দেখা দিয়েছে মানুষের মধ্যে।


পরিস্থিতি আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। যথাসময়েই নির্বাচন হবে। কেউ যাতে নির্বাচন বানচাল করে কোনো শূন্যতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সজাগ থাকবেন। আমাদের কিছু ভুলত্রুটি থাকলেও সামগ্রিক বিবেচনায় মানুষ আমাদের সমর্থন করবে




শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784