১০ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে মলম লাগিয়ে অটো চুরি চক্রের মূলহোতা জয়দেবকে গ্রেফতার করেছে পুলিশ

 


কুড়িগ্রামে মলম লাগিয়ে অটো চুরি চক্রের মূলহোতা জয়দেবকে গ্রেফতার করেছে পুলিশ


১। বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
২। এরই ধারাবাহিকতা চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী মডেল থানা এলাকায় মলম লাগিয়ে অভিনব কায়দায় অটোচুরির ঘটনায় গত ৪ অক্টোবরের মামলায় অটো উদ্ধার ও চোর চক্রের মূলহোতা গ্রেফতারের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোপন তথ্য সংগ্রহ করে রংপুর জেলার হাজীরহাট থানাধীন রায়পাড়া বটতলা রণচন্ডী এলাকা থেকে আন্তঃজেলা অটোচোর চক্রের মূলহোতা জয়দেব রায় ওরফে বিলাতু (২৫) কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী জয়দেব বিভিন্ন জেলায় অভিনব কায়দায় যাত্রীবেশে অটোর চালকে মলম লাগিয়ে অজ্ঞান করে অটো চুরি করে আসছিল। পরবর্তীতে চিলমারী থানা এলাকায় একই কায়দায় অটো চুরির ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশ দ্রুততম সময়ে মুলহোতাকে রংপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কুড়িগ্রাম জেলায় আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
Al




শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784