উলিপুর এ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
উলিপুর থানা পুলিশ মঙ্গলবার ( ০৩ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাই পাড় এলাকা থেকে চিলমারী থানাধীন জোরগাছ নতুন বাজার এলাকার মোঃ নুর হোসেন (৩৬), পূর্ব বজরা গ্রামের মোঃ নুর ইসলাম (৪২), মোঃ হোসেন আলী (২৮), মোঃ আলম বাদশা (৪৫), খামার বজরা গ্রামের মোঃ ইসমাইল হোসেন (৩২) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মাদারী পাড়ার মোঃ জাহিদুল ইসলাম (৩৫) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
0 coment rios:
হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784