৫ অক্টো, ২০২৩

শেষ আরেকবার ৪র্থ পর্যায়ে কলেজে ভর্তির সুযোগ দিলো শিক্ষা বোর্ড।


 শেষ আরেকবার ৪র্থ পর্যায়ে কলেজে ভর্তির সুযোগ দিলো শিক্ষা বোর্ড।

👉 নতুন করে ৫-১০ টি কলেজে আবেদন করা যাবে আগামী ৮/১০/২০২৩ ইং থেকে ৯/১০/২০২৩ রাত ১১টা পর্যন্ত।

◾ যে সকল আবেদনকারী

ক) পূর্বে কখনো আবেদন করেনি বা আবেদন করেও কলেজে চান্স পায়নি; কিংবা,

খ) কলেজে চান্স পেয়েও ভর্তি হয়নি তারা ৪র্থ ও সর্বশেষ আবেদন করতে পারবেন।

✔️ ৪র্থ আবেদনের ফলাফল প্রকাশ হবে ১১/১০/২০২৩ইং রাত ৮ঃ০০ টায়।


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784