২ অক্টো, ২০২৩

ফুলবা‌ড়ি উপ‌জেলায় অধ‌্যক্ষ আসাদুল হাবীব দুলু ভাইয়ের না‌মে মিথ‌্যা মামলার বিরু‌দ্ধে


 ফুলবা‌ড়ি উপ‌জেলায় অধ‌্যক্ষ আসাদুল হাবীব দুলু ভাইয়ের না‌মে মিথ‌্যা মামলার বিরু‌দ্ধে প্রতিবাদ সমা‌বেশে আওয়ামী সন্ত্রাসী বা‌হিনী হামলা চালায়। এসময় অ‌নেক জন আহত হয়। অবশেষে ৪০জ‌নের না‌মে মিথ‌্যা মামলা দায়ের করে, ১জন‌কে গতকাল ফুলবা‌ড়ি পু‌লিশ গ্রেফতার ক‌রেন। আজ বা‌কি ৩৯জন জা‌মিন নেওয়ার জন‌্য কু‌ড়িগ্রাম জেলা চীফ জু‌টি‌শিয়াল কো‌র্টে স‌্যা‌রেন্ডার ক‌রলে ১২জনকে জা‌মিন দেয় আদালত বাকী‌দের জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠান।

আদালতের এহেন কর্মকান্ডে তিব্র নিন্দা জানাচ্ছি এবং অ‌বিলম্বে সকল নেতাকর্মী‌দের নিঃশর্ত মু‌ক্তির দাবি জানাচ্ছি ।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784