কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর
নেশা জাতিয় দ্রব্য খাওয়াইয়ে অটো নিয়ে পালানোর সময়
জনগণ দুই চোরকে আটক করেছে।
আজ সোমবার (২ অক্টোবর ২০২৩) এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
তবে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানা গেছে।
হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.
0 coment rios:
হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784