২ অক্টো, ২০২৩

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর


 কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর


নেশা জাতিয় দ্রব্য খাওয়াইয়ে অটো নিয়ে পালানোর সময়
জনগণ দুই চোরকে আটক করেছে।
আজ সোমবার (২ অক্টোবর ২০২৩) এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
দুজনেই রাজারহাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।
তবে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানা গেছে।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784