৩ অক্টো, ২০২৩

কুড়িগ্রামের কৃতি সন্তান, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন পেলেন হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা।

 



কুড়িগ্রামের কৃতি সন্তান এবং দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন পেলেন হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা।

প্রথমবারের মতো দেশে এন্ডোস্কোপিক ডিস্ক সার্জারি চালু ও এন্ডোস্কোপিক পিটুইটারি সার্জারির পথিকৃৎ হিসেবে ডা.মোহাম্মদ হোসেন এই বিশেষ সম্মাননা প্রাপ্ত হন।
কুড়িগ্রাম বাসীর পক্ষ থেকে তাঁর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।
তাঁর এই গৌরবময় অর্জনে দেশবাসীর সঙ্গে আমরাও গর্বিত।
উল্লেখ্য যে,বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩ আয়োজকদের পক্ষ থেকে স্ব স্ব ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য দেশের প্রথিতযশা ১৪ জন চিকিৎসককে প্রথমবারের মতো হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784