৪ অক্টো, ২০২৩

এশিয়া গেমসে ২ রানে জিতে সেমি ফাইনালে বাংলাদেশ।


এশিয়া গেমসে ২ রানে জিতে সেমি ফাইনালে বাংলাদেশ। 
 

এশিয়া গেমসে টি-২০ ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার সাথে ২ রানে জিতে সেমি ফাইনালে বাংলাদেশ।
কিন্তু মালয়েশিয়ার ক্রিকেটারদের ক্রিকেটের প্রতি আবেগ-ভালোবাসা সবার মন ছুঁয়েছে।
কথা হচ্ছে ইমন,আফিফ,জয়,সাইফ,জাকির, অনিকের মত খেলোয়ার নিয়েও কেমনে মালয়েশিয়ার মত দল ডমিনেট করে খেলে ?
মালয়েশিয়া অসাধারণ ক্রিকেট খেলেছে !
শুধু অভিজ্ঞতার কাছেই হেরেছে।
BAN: 116- (20 OV)
MLY: 114-8 (20 OV)

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784