৪ অক্টো, ২০২৩

কবি রাধাপদ রায়কে মারধরের ঘটনার মুল আসামী রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।


 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পল্লীকবি রাধাপদ রায়ের উপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা চত্ত্বর থেকে রফিকুলকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান রফিকুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


মামলার প্রধান আসামিকে গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছে রাধাপদ রায়ের পরিবার। কবির ভাতিজা লিটন রায় বলেন, ‘কিছুক্ষণ আগেই গ্রেফতারের খবরটি শুনেছি। শুনে ভালো লাগছে। পুলিশ অনেক আন্তরিকতার সাথে দেখছে বিষয়টি। আশা করি ২য় আসামিও দ্রুত গ্রেফতার হবে।


এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে কবি রাধাপদ রায়ের(৮০) ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। ঐ মামলার মামলার প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম (৩৮)। তিনি ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

উল্লেখ্য, ৫০০ টাকা নিয়ে অনানুষ্ঠানিক এক সালিসে বাগ্‌বিতণ্ডার জের ধরেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’–খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। হামলায় আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘আসামিকে আজ দুপুর ২ টার দিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনগত বিষয় গুলো প্রক্রিয়াধীন।’


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784