১ অক্টো, ২০২৩

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ।

 

কুড়িগ্রাম সরকারি কলেজ ছা্ত্র


অভিনন্দন
ভর্তি সংখ্যা: ৯৪
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ।
মোঃ মোস্তাকিন রহমান, পিতা: মোঃ সুলতানুর রহমান, মোছাঃ মর্জিনা বেগম, গ্রাম: নাজিম খান, উপজেলা: রাজারহাট, জেলা: কুড়িগ্রাম। সে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছে। তাকে ও তার গর্বিত মাতা পিতাকে অভিনন্দন।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784