৩০ সেপ, ২০২৩

হেযবুত তওহীদের প্রচারপত্র নিয়ে কুড়িগ্রাম জেলায় আজকের গণসংযোগের স্থির চিত্র।

 


হেযবুত তওহীদের প্রচারপত্র নিয়ে কুড়িগ্রাম জেলায় আজকের গণসংযোগের স্থির চিত্র।


লমান সংকট থেকে মানবজাতিকে একটি শান্তিপূর্ণ বাসযোগ্য পৃথিবী উপহার দিতে।
এরই ধারাবাহিকতায় "বাংলাদেশসহ সমগ্র মানবজাতির সংকট ও পরিত্রাণের পথ" সম্বলিত হেযবুত তওহীদের প্রচারপত্র নিয়ে কুড়িগ্রাম জেলায় আজকের গণসংযোগের স্থির চিত্র।
সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি মঈন উদ্দীন আখেরের নেতৃত্বে জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যান্ত শান্তিপূর্ণ উপায়ে প্রচার কার্য সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতা কুড়িগ্রাম জেলার নিবেদিত প্রানকর্মীদের।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784