নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে চিনিশপুরের জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থী মোমিত হাসান তনু (১৯) কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাজনের হাট গ্রামের মোমিন এর ছেলে। সে কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী ছিল।
কলেজের অধ্যক্ষ মাহমুদুদুল হাসান জানান, পরীক্ষা শেষে আজই তনুর বাড়ি যাওয়ার কথা ছিল। আজ তার শেষ পরীক্ষা ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় তার মাথা থেতলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
0 coment rios:
হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784