৭ অক্টো, ২০২৩

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

 

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

গালে টিউমার আক্রান্ত ৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৫অক্টোবর) সন্ধ্যায় শিশুটির বাবা-মাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে অপারেশনের জন্য ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সরওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784