৫ অক্টো, ২০২৩

রৌমারীতে সেজদাহ্ রত অবস্থায় মুসল্লির মৃত্যু


 রৌমারীতে সেজদাহ্ রত অবস্থায় মুসল্লির মৃত্যু


কুড়িগ্রামের রৌমারীতে মসজিদে সেজদাহ্রত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লি। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জামে মসজিদে মাগরিফের নামাজ আদায় করার সময় সেজদাহ্রত অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে নেমে আসে শোকের ছায়া।

মৃত শহিদুর রহমান উপজেলা সদর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।


ইমাম আমিরুল ইসলাম ও মুক্তাদিরা জানান, মাগরিফের নামাজের সময় প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদাহ্ থেকে তিনি আর উঠেননি। সালাম ফিরিয়ে দেখি তিনি সেজদাহ্রত অবস্থায় রয়েছেন। তার শরীরে হাত দিলে লুটিয়ে পড়েন তিনি। পরে দেখা যায় তিনি মারা গেছেন।


মৃতের ছোট ভাই সৈয়দ জামান জানান, গতকাল (মঙ্গলবার) রৌমারী বাজার থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গিয়ে পিছলে পড়ে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ্য হওয়ায় বুধবার সন্ধ্যার দিকে তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। মাগরিফের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজের এক রাকাত শেষে পরের রাকাতে সেজদারত অবস্থায় মারা যান তিনি।


প্রতিবেদক: মিজানুর রহমান, বাংলাদেশ সমাচার


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784