২৯ সেপ, ২০২৩

রোবট বিলাসী পণ্য নয়, স্মার্টফোনের মতোই প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 


‘৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩’ এর জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়।


আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিয়াল রোবট আসলে পোশাক শিল্প ঝুঁকিতে পড়বে। তাই রোবটকে দেশে জনপ্রিয় করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে মানুষের পরিবর্তে অগ্রগতি হবে রোবটের। আগামী দিনে রোবট তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলেও মন্তব্য করেন পলক।

আগামী বছর ২০টি ড্রোন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডকে প্রদান করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিগগিরই ৩০০টি স্কুল অব ফিউচারে ড্রোন, থ্রিডি প্রিন্টার, ভিআর, গিয়ার, আরডুইনো যুক্ত করা হবে।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784