৩০ সেপ, ২০২৩

বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতে যেতে হবে খালেদা জিয়াকে।

 

বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতে যেতে হবে খালেদা জিয়াকে।


বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতে যেতে হবে খালেদা জিয়াকে।
বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে আদালতে গিয়ে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার শতরূপা বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784