২০০৭ বিশ্বকাপ। অভিজ্ঞ রাজিব সালেহের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেলেন তরুন তামিম ইকবাল খান। মাত্র পাচ ম্যাচের এক্সপেরিয়েন্স সাথে লিস্ট এ ক্রিকেটেও কোনো অর্ধশতক ছিলো না। কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিলেন। সেই সতেরো বছরের তামিম ইকবাল খান আজকের বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান স্কোরার।
২০২৩ বিশ্বকাপ। সেই তামিম ইকবাল খানের ওপেনিংয়ে ডাক পেলেন মাত্র ৫ টা ওয়ানডে খেলা তানজিদ হাসান তামিম। সময় যাক! সামনের কাহিনীটা আমি নয়, জুনিয়র তামিম নিজেই লিখবে৷ যেমনটা সিনিয়র তামিম লিখেছিলেন।
0 coment rios:
হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784