২৮ সেপ, ২০২৩

কুড়িগ্রামে ৪৯ বোতল ইস্কাফ ও অটোরিক্সা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে ৪৯ বোতল ইস্কাফ ও অটোরিক্সা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ


কুড়িগ্রামে ৪৯ বোতল ইস্কাফ ও অটোরিক্সা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦
[𝟐𝟖 𝐒𝐞𝐩𝐭 𝟐𝟎𝟐𝟑]
১। বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
২। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন পানিমাছকুটি এলাকায় অটোরিক্সায় বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ফুলবাড়ীর যতিন্দ্রনারায়ন এালাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (২৪) ও মোঃ আইয়ুব আলী (২৩) দ্বয়কে ৪৯ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
May be an image of 4 people and text that says 'ফুলবাড়ী থানা কুড়িগ্রাম অটো Apoqлiaл3 Αυααιααι উদ্ধারকৃত মাদকদ্রব্য ইস্কাফ'


শেয়ার করুন

Author:

হামার কুড়িগ্রাম নিউজ ওয়েবসাইটে সগাকে স্বাগতম । তোমরা সগাই গুলো যদি আশ-পাশ এর খবর গুলো হামাক দিতেন। তাহলে হামরা তোমার গুলোর নাম সহ হামার ওয়েবসাইট পোস্ট করলং হয়।.

0 coment rios:

হামার কুড়িগ্রাম নিউজ এ আপনাকে স্বাগতম ।
কোন কিছু বলার বা জানার থাকলে, পেজ এ মেসেজ করুন ধন্যবাদ ।
অথবা +8801301771784